১। আমি সম্মতি দিচ্ছি যে, পূর্বের ফর্মে উল্লিখিত সকল তথ্যাদি সত্য ।
২। উশৃঙ্খল ও অসদাচরণের প্রেক্ষিতে কর্তৃপক্ষের সম্পূর্ণ অধিকার রয়েছে আমাকে উৎসব থেকে বহিস্কার করার বা ঢুকতে না দেওয়ার ।
৩। আমি কোন বিপজ্জনক যন্ত্র/ বস্তু নিজের সঙ্গে রাখবোনা, এবং অন্য কারো হাতে দেখামাত্র কর্তৃপক্ষকে সতর্ক করবো ।
৪। উৎসবের প্রচারণার স্বার্থে যেকোন মিডিয়ায় এবং যেকোন সময়ে কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট তত্ত্বাবধায়কদের আমার কন্ঠ/ ছবি ব্যবহার করার পূর্ণ অধিকার আছে ।